মে মাসে মহাকাশে শুভাংশু শুক্লা, পাঠানো হবে ওয়াটার বেয়ারও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj+Bikel+Job+and+Education+News+Portal

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মে মাসে মহাকাশে শুভাংশু শুক্লা, পাঠানো হবে ওয়াটার বেয়ারও

20250418221307_original_13

নয়াদিল্লি: ৪০ বছরের অপেক্ষার অবসান। ফের মহাকাশযাত্রা করতে চলেছেন ভারতীয় মহাকাশচারী। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে ভারতীয় এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার। আগামী মাসেই যাত্রা শুরু। কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং বলেন, ‘ভারত পরবর্তী মহাকাশ অভিযানের জন্য তৈরি। চার দশক পর শুভাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখতে চলেছেন।’ তবে এখানেই শেষ নয়। আগামী মিশনে মহাকাশ গবেষণাকেও অন্য আঙ্গিকে নিয়ে যেতে চলেছে ইসরো। জানা যাচ্ছে, অক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়ে যাওয়া হবে ওয়াটার বেয়ার। আণুবীক্ষণিক ওই চারপেয়ে জীব পৃথিবীর প্রায় সব স্থানেই রয়েছে। জানা যাচ্ছে, পৃথিবীর যেকোনও আবহাওয়ার সঙ্গেই ওই ওয়াটার বেয়ার নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে তারা বংশবৃদ্ধিতেও সক্ষম। এবার ১৪ দিনের মিশনে তারা স্পেস স্টেশনে থাকবে। মহাকাশের বিরূপ আবহাওয়ায় তারা কীভাবে লড়াই করছে তা নিয়েই গবেষণা চালাবে ইসরো। ফলে ভবিষ্যতে মহাকাশের বিরূপ তাপমাত্রায় মহাকাশচারীরা কীভাবে বেশিদিন থাকতে পারেন, সে ব্যাপারে নয়া তথ্য মিলবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...