বিএড উত্তীর্ণরাদেরও চলতি টেটে অংশ নেওয়া যাবে! বলল আদালত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

সোমবার, ১ মে, ২০২৩

বিএড উত্তীর্ণরাদেরও চলতি টেটে অংশ নেওয়া যাবে! বলল আদালত

 


কলকাতা: বিএড উত্তীর্ণরা বড় রকমের স্বস্তির খবর পেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে। তিনি নির্দেশ দিয়েছেন, প্রাথমিকে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তারা। তাঁদের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় ব্যবস্থা কিছু দিন চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তবে এও জানান হয়েছে, আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফলপ্রকাশ করা যাবে না। 

সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব চাকরিপ্রার্থী বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে যাঁরা আগে আবেদন করেছিলেন, একমাত্র তাঁরাই চলতি টেটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর কেউ নন। আসলে পর্ষদের ত্রুটির কারণে অনেকে বঞ্চনার শিকার হচ্ছিলেন বলে আদালতে অভিযোগ করেছিলেন একাংশ চাকরিপ্রার্থীদের আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে অনেক চাকরিপ্রার্থী যারা বিএড সম্পূর্ণ করে আবার ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন, তারাও আবেদন করেন। প্রশিক্ষণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক এমন আগে থেকে জানান হলে তারা বিএড দেখিয়েও আবেদন করতে পারতেন। 

এদিকে আবার স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ ডি পদে কয়েক হাজার কর্মী নিয়োগের তোড়জোড় শুরু করেছে। নবান্ন সূত্রে খবর, কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হয়ে গিলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, চেয়ারম্যান ও সর্বাধিক ৬ জন সদস্য এই কমিশনে থাকবে। এই পদগুলিতে কাদের নিযুক্ত করা হবে, সেই বিষয়ে আলোচনা চলছে৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...