লখনউয়ের বিরুদ্ধে অনিশ্চিত নেতা সঞ্জু, প্রবল চাপে রাজস্থান - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

লখনউয়ের বিরুদ্ধে অনিশ্চিত নেতা সঞ্জু, প্রবল চাপে রাজস্থান

লখনউয়ের বিরুদ্ধে অনিশ্চিত নেতা সঞ্জু, প্রবল চাপে রাজস্থান

জয়পুর: মড়ার উপর খাঁড়ার ঘা। রাজস্থান রয়্যালসের অবস্থা এখন সেরকমই। পর পর তিন ম্যাচে হার। পয়েন্ট তালিকায় ক্রমাবনতি। তার উপর গত ম্যাচে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের চোট পাওয়া। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, আরও একবার স্ক্যান হয়েছে ক্যাপ্টেনের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন চোটের অবস্থা দেখে। সবমিলিয়ে লখনউয়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামার আগে প্রবল চাপে রাজস্থান।
খুব একটা স্বস্তিতে নেই লখনউও। গত ম্যাচে তারা হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে। ফলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ঋষভ পন্থদের সামনে। মিচেল মার্শ, আইডেন মার্করাম ও নিকোলাস পুরানই লখনউয়ের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। তাঁরা ব্যর্থ হলেই সমস্যায় পড়ছে দল। গত ম্যাচে পুরান বড় রান না পেলেও এবারের আইপিএলে ক্যারিবিয়ান তারকা দুরন্ত ফর্মে। তাই রাজস্থানের বিরুদ্ধে তাঁর জ্বলে ওঠার আশায় সমর্থকরা। লখনউ শিবিরে স্বস্তি জুগিয়ে অবশেষে ফর্মে ফিরেছেন অধিনায়ক ঋষভ। এছাড়া মিডল অর্ডারে আছেন আয়ূষ বাদোনি, ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান, যাঁরা দলকে ভরসা জোগাতে পারেন। তবে লখনউয়ের বোলিং খুবই দুর্বল এবং ছন্নছাড়া। এটাই টিম ম্যানেজমেন্টের মাথাব্যথার বড় কারণ। আকাশ দীপ, শার্দূল ঠাকুর, এমনকী আভেশ খানও প্রচুর রান বিলোচ্ছেন। তাই চোট সারিয়ে ফেরা মায়াঙ্ক যাদবের খেলার সম্ভাবনা থাকছে। স্পিনার দিগবেশ সিং রাঠি ছন্দে রয়েছেন। রবি বিষ্ণোই একটু সাপোর্ট দিলে তিনি ফের জ্বলে উঠতে পারেন।
এদিকে, ধীরে ধীরে ফর্মে ফিরছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি দাঁড়িয়ে গেলেই বিপদ। সঞ্জু স্যামসন শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। রিয়ান পরাগ নামের প্রতি সুবিচার করতে পারছেন না। নীতীশ রানা, ধ্রুব জুরেলরা কবে সাফল্য পাবেন, বলা মুশকিল। মারকাটারি ব্যাটিংয়ের জন্য পরিচিত হেটমায়ার সেভাবে সুযোগই পাচ্ছেন না। রাজস্থানের বোলিংও বড়ই সাদামাটা। জোফ্রা আর্চার শুরুতে মার খেলে হাল ধরার মতো কেউ নেই। তুষার দেশপাণ্ডেকে বসানোর সময় এসেছে। সীমিত সাধ্যের মধ্যেও সন্দীপ শর্মা উইকেট নিচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...