২১ জুলাইয়ের সভায় এনআরসি নোটিসপ্রাপ্ত উত্তমকুমার ব্রজবাসী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২১ জুলাই, ২০২৫

২১ জুলাইয়ের সভায় এনআরসি নোটিসপ্রাপ্ত উত্তমকুমার ব্রজবাসী



কলকাতা: বাংলা ভাষা ও বাঙালির স্বার্থে তৃণমূল যে লড়াই শুরু করেছে, আগামী দিনে তা আরও বড় পর্যায়ে যেতে চলেছে। তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। আর এবার সেই সূত্রেই একুশে জুলাইয়ের সভায় বড় চমক হতে চলেছে উত্তমকুমার ব্রজবাসী। অসমের ফরেনার্স ট্রাইবুনাল তাঁকে এনআরসির নোটিস পাঠিয়েছে। কিন্তু সেসবকে তোয়াক্কা না করে উত্তমকুমার আজ হাজির হচ্ছেন একুশে জুলাইয়ের সভা প্রাঙ্গণে। এমনকী, মূল মঞ্চেও তাঁকে দেখা যেতে পারে। বক্তৃতাও রাখতে পারেন তিনি। রবিবার সকালেই উত্তমকুমার কলকাতা এসে পৌঁছেছেন। আজ তিনি সাতসকালে চলে আসবেন ধর্মতলার স্বভাস্থলে। মূলত এই ছবিটাই তৃণমূল তুলে ধরে বার্তা দিচ্ছে, বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে আর এই লড়াইয়ে অন্যতম সৈনিক হতে চলেছেন উত্তমকুমার।

এদিকে, রবিবার সকাল থেকেই ধর্মতলা প্রাঙ্গণে শ’য়ে শ’য়ে মানুষ ভিড় জমাতে থাকেন। সময় বিকেলের পথ ধরলে সভাস্থলে উপস্থিতির মাত্রা আরও বাড়তে থাকে। বিকেল ৫টা নাগাদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা প্রাঙ্গণে আসেন। সভার প্রস্তুতির যাবতীয় কাজ খুঁটিয়ে দেখেন, প্রয়োজনীয় নির্দেশ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলা প্রাঙ্গণে এসেছিলেন, তখনই জনসমাগমের যে ছবিটা ধরা পড়েছিল, তা বার্তা দিয়েছে, আজ সোমবার রাজনৈতিক দলিলে জনসমাগমের নয়া ইতিহাস রচিত হতে চলেছে। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহারের তৃণমূল কর্মীরা রবিবার দিনই একুশে জুলাইয়ের সভামঞ্চের সামনে এসে আওয়াজ তোলেন, আগামী বছর বিধানসভা ভোট অন্য লড়াই। এলড়াই বাংলা বিরোধীদের বিরুদ্ধে। তৃণমূলের পতাকা, দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে তৃণমূল কর্মীরা ধর্মতলা প্রাঙ্গণে হাজির হয়েছিলেন। পোস্টার, ব্যানার প্ল্যাকার্ড নিয়েও তৃণমূলের সপক্ষে আওয়াজ তোলেন তাঁরা। আর বেশি মাত্রায় ধরা পড়েছে সভামঞ্চের সামনে দাঁড়িয়ে দেদার সেলফি এবং ছবি তোলার হিড়িক। এমনকী ফেসবুকে লাইভ, রিলস পর্যন্ত প্রচুর মানুষ করেছেন। এদিন দেখা গিয়েছে ধর্মতলা প্রাঙ্গণে এসে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের সঙ্গে সভার প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক গিয়ে কর্মী- সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...