আপনার আধার দেখিয়ে তোলা ফোন নম্বর সাইবার প্রতারণায়? জানা যাবে এক ক্লিকে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj+Bikel+Job+and+Education+News+Portal

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আপনার আধার দেখিয়ে তোলা ফোন নম্বর সাইবার প্রতারণায়? জানা যাবে এক ক্লিকে

20250427225515_original_9

 

 কলকাতা: আপনি কি জানেন, আপনার আধার নম্বর ব্যবহার করে এবং ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতির মাধ্যমে কতগুলি সিমকার্ড তোলা হয়েছে? আপনার অজান্তেই চালু রয়েছে কতগুলি নম্বর? এমনিতে তা জানার কথা নয়। কিন্তু এমনটা হয়ে থাকলে যে কোনও সময় বিপাকে পড়তে হতে পারে। তাহলে উপায়? সেই উপায়ই বাতলে দিয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার ও টেলি কমিউনিকেশন মন্ত্রক। তাদের উদ্যোগে তৈরি নির্দিষ্ট একটি পোর্টালে মোবাইল নম্বর দিলেই সহজে জানা যাচ্ছে আপনার নামে বা আপনার আধারের ভিত্তিতে কতগুলি ফোন নম্বর সক্রিয় রয়েছে। আপনার নামে নেওয়া কতগুলি সিম এখন বন্ধ বা ব্যবহার হচ্ছে না, মিলছে সেই তথ্যও। পোর্টালের মাধ্যমেই সেই নম্বরগুলি ‘রিপোর্ট’ করে কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্লক করে দিচ্ছেন কেন্দ্রীয় সাইবার গোয়েন্দারা। দেশজুড়ে বেড়ে চলা সাইবার প্রতারণায় রাশ টানতে এই পোর্টালের গুরুত্ব দিনে দিনে আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


  বেশ কিছুদিন হল, আম জনতার জন্য চালু হয়েছে এই বিশেষ ব্যবস্থা। দেশজুড়ে ইতিমধ্যে এমন প্রায় ২৩ লক্ষ মোবাইল নম্বর চিহ্নিত করা গিয়েছে। সেগুলি ‘নট মাই নম্বর’ বলে চিহ্নিত করেছেন গ্রাহকরাই। সাধারণ মানুষ কীভাবে দেখতে পারবেন, তাঁর আধারের ভিত্তিতে তোলা ক’টি ফোন নম্বর সক্রিয়? প্রথমে সার্চ ব্রাউজারে লিখতে হবে ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’। পোর্টাল খুলে গেলে ‘রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট’ অংশে ক্লিক করতে হবে। সেখানে ২ নম্বরে রয়েছে ‘রিপোর্ট সাসপেক্ট’। সেখানে ঢুকে ক্লিক করতে হবে ‘মোবাইল কানেকশন’ অংশে। মোবাইল নম্বর দিলেই খুলে যাবে টেলি কমিউনিকেশন মন্ত্রকের একটি ওয়েবপেজ। সেখানেই যাচাই করা যাবে, আপনার আধারে কতগুলি মোবাইল নম্বর নথিভুক্ত রয়েছে। সূত্রের খবর, একটি আধার নম্বরের সঙ্গে যুক্ত যতগুলি মোবাইল নম্বর রয়েছে, সবক’টি ‘লিঙ্ক’ করে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকের একাধিক মোবাইল নম্বর থাকলে, যে কোনও একটি নম্বর পোর্টালে দিলেই বাদবাকি নথিভুক্ত নম্বরগুলি যাচাই করা যাবে। 


এক্ষেত্রে কারসাজিরও তেমন কোনও জায়গা নেই। কারণ, ‘ক্যাপচা’ এবং ওটিপি দিয়ে লগ-ইন করলেও মাত্র ৩ মিনিটের জন্য থাকছে পোর্টালের ‘ওপেন সেশন’। এই সময়ের মধ্যে নম্বর হাতিয়ে কোনও তথ্য তছরূপ কার্যত অসম্ভব। পোর্টালে থাকছে তিনটি অপশন। মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে দেখানো সবক’টি নম্বরই যদি গ্রাহক ব্যবহার করেন, তাহলে গ্রিন জোনে থাকা ‘রিকোয়ার্ড’ অপশনে ক্লিক করে মন্ত্রককে তা জানানো যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...