চাঁচল: ভ্যান ভাড়া নিয়ে বিবাদের জেরে এক বিধবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য মালদহের চাঁচল থানার দক্ষিণপাকা গ্রামে। অভিযোগ, সময়মতো ভাড়া না দেওয়ায় এক যুবক বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। তারপরই বুধবার রাতে বিধবা শোভা থোকদারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোনওরকমে ঘর থেকে বেরিয়ে প্রাণরক্ষা হয় তাঁর। স্থানীয় বাসিন্দারা সাবমার্সিবল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। এক ঘণ্টার চেষ্টায় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বাড়ির সমস্ত জিনিস। ভস্মীভূত হয়ে যায় দু’টি শোওয়ার ঘর। বাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় বর্ষায় খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন ওই বিধবা বৃদ্ধা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মহরম উপলক্ষ্যে লাগোয়া বিহারের আবাদপুর থানার চানপাড়ায় মেলা বসে। সেখানে চপ, ঘুগনির দোকান করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিবেশী এক যুবকের ভ্যান ভাড়া করে মেলায় যান শোভা। বাড়ি ফিরে ওই যুবক ভাড়ার টাকা চায়। কিছু দিয়ে বাকি টাকা সকালে দেওয়ার কথা বলেন বিধবা। তা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। শোভা বলেন, এক ছেলেকে নিয়ে চায়ের দোকান চালিয়ে ও মেলায় দোকান দিয়ে কোনওরকমে দিন কাটে। ওই যুবকের কাছ থেকে ভ্যান ভাড়া নিয়েছিলাম। কিছু ভাড়া বাকি ছিল। সেনিয়ে ঝামেলা হয়। তারপর সে হুমকি দেয় বাড়ি জ্বালিয়ে দেবে। আমার আশঙ্কা, সেই যুবকই ঘরে আগুন লাগিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। এবং শোভাদেবীর হাতে চাল, ডাল, মুড়ি, আলু, তেল, পোশাক সহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন।
সেখানে সরাসরি আইসিকে মৌখিকভাবে অভিযোগ জানান ওই বৃদ্ধা। আইসি বলেন, পুলিসের তরফে প্রাথমিক ত্রাণ দেওয়া হয়েছে। বিধবার অভিযোগও শুনেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েতকেও জানিয়েছি যাতে দ্রুত প্রশাসনিক সাহায্য দেওয়া হয়।
মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুপসোনা খাতুন বলেন, ত্রিপল সহ দ্রুত প্রাথমিক ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন