
কলকাতা: নির্বিঘ্নে শেষ হল এবছরের রাজ্য জয়েন্ট প্রবেশিকা। রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে পরীক্ষা। পশ্চিমবঙ্গ এবং ভিনরাজ্যের কেন্দ্রগুলি মিলিয়ে মোট এক লক্ষ ১ হাজার ৬৭৯ জন পরীক্ষায় বসেছিলেন বলে জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড সূত্রে জানা গিয়েছে। গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হওয়ায় কেন্দ্রের সংখ্যাও কমানো হয়েছিল। ৩০৩টি কেন্দ্রের জন্য ছিলেন ৫২১ জন পর্যবেক্ষক। কারও কাছ থেকেই কোনও অশান্তি বা অসুবিধার কথা জানা যায়নি বলে বোর্ডের দাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন