আলিপুরদুয়ার: বৃহস্পতিবার বীরপাড়ার সুভাষপল্লিতে নর্দমা থেকে বেশকিছু রেশন কার্ড উদ্ধার হয়। যা নিয়ে পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কে বা কারা ওই রেশন কার্ড নর্দমায় ফেলে গিয়েছে তা নিয়ে মাদারিহাট ব্লক প্রশাসন অবশ্য তদন্তের নির্দেশ দিয়েছে।
এদিন সকালে সুভাষপল্লির নেতাজি স্পোর্টিং ক্লাবের পাশে একটি নর্দমায় ওই রেশন কার্ডগুলি দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই কার্ডগুলির কয়েকটি ছেঁড়াও ছিল। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি এমপি মনোজ টিগ্গা বলেন, নর্দমা থেকে উদ্ধার হওয়া রেশন কার্ডগুলি মনে হয় ভুয়ো কার্ড। কারণ তৃণমূলের লোকজন নিজেদের আত্মীয় পরিজনদের নামে ভুয়ো রেশন কার্ড বানিয়ে প্রকৃত উপভোক্তাদের রেশন সামগ্রী থেকে বঞ্চিত করে কোটি কোটি টাকা রোজগার করছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার তদন্ত দাবি করেছি।
যদিও পাল্টা অভিযোগ করে এলাকার তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টোপ্পো বলেন, আমাদের সরকার প্রকৃত উপভোক্তাদের কার্ড বানিয়ে রেশন সামগ্রী তুলে দেওয়ার কাজ করে চলেছে। বিচ্ছিন্ন একটি ঘটনাকে দেখিয়ে রাজ্যের পুরো রেশন ব্যবস্থাকে কালিমালিপ্ত করা যায় না। বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে এসব অভিযোগ করছে। প্রশাসন বিষয়টি দেখছে।
মাদারিহাটের বিডিও অমিতকুমার চৌরাশিয়া বলেন, উদ্ধার হওয়া কার্ডগুলি ২০১৭-’১৮ সালের বাতিল কার্ড। নিয়ম অনুযায়ী বাতিল কার্ড পুড়িয়ে দিতে হয়। ওসব কে বা কারা নর্দমায় ফেলে দিয়েছে তা জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন