কলকাতা: দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড় ‘উইফা’র অবশিষ্টাংশই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। বুধবার নাগাদ সেটি শক্তি বাড়িয়ে পরিণত হবে নিম্নচাপে। উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর আসবে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশি মাত্রায় বৃষ্টি হবে। বৃহস্পতি ও শুক্রবার কয়েকটি জেলার কিছু জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। কমলা সর্তকতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড়টি ফিলিপাইন ও ভিয়েতনামে দুর্যোগ সৃষ্টি করেছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই সময়ে চীন সাগরের ঘূর্ণিঝড় স্থলভূমির উপর দুর্বল হওয়ার পর বঙ্গোপাসাগরে এসে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবণতা থাকে। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। সেটাই ফের হতে চলেছে। উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোসাগরে একটি ঘূর্ণাবর্ত আছে। সেটিও এই নিম্নচাপটির সঙ্গে মিশে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা একেবারে বাতিল করছেন না আবহাওয়াবিদরা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় অধিক বৃষ্টিজনিত দুর্যোগ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকছে, তা নিম্নচাপটির গতিপ্রকৃতি ও বায়ুস্রোতের উপর নির্ভর করছে। নিম্নচাপ তৈরির পর এটির অভিমুখ আরও নির্দিষ্টভাবে বলা হবে বলে জানিয়েছেন তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন