অস্টিন: গত প্রায় ১০০ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যার কবলে পড়েনি আমেরিকার টেক্সাস। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভারতীয় সময় সোমবার সকাল পর্যন্ত অন্তত মোট ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ২৮ শিশু রয়েছে। তাছাড়া বহু মানুষের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। সংখ্যাটা অন্তত ৪১। নিখোঁজ তালিকায় রয়েছে বহু কিশোর-কিশোরীও। ভারী বৃষ্টির মধ্যেই জোর কদমে চলছে উদ্ধারকাজ।
স্থানীয় প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে টেক্সাসে উদ্ভূত পরিস্থিতিকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী শুক্রবার টেক্সাসে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ একথা জানিয়েছেন তিনি। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের প্রতিও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
টেক্সাসের গুয়াডালুপ নদীর উপত্যকা ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। প্রতি বছর গরমে ক্যাম্পিং করতে যান বহু স্কুল-পড়ুয়া। গত শুক্রবার ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। ফলে সেদিন বহু মানুষ এখানে ভিড় করেছিলেন। কিন্তু হঠাৎ ঘটে যায় বিপর্যয়। প্রবল বৃষ্টির জেরে নদীতে হড়পা বান আসে। ভাসে যায় নদীর দু’পাড়। জলের তোড়ে ধুয়ে মুছে সাফ একের পর এক ক্যাম্পিং এলাকা। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজে নেমেছে ইউএস কোস্ট গার্ড। আকাশপথেও চলছে তল্লাশি অভিযান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন