কাবুল: মাত্র ছ’বছরের শিশুকন্যার সঙ্গে ৪৫ বছরের পাত্রের বিয়ে! এমনই মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে আফগানিস্তানের নাবালিকাদের। সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। দক্ষিণ আফগানিস্তানের মারজাহ জেলার ঘটনা। শেষ পর্যন্ত অবশ্য ত্রাতার ভূমিকা নেয় তালিবান সরকার। শিশুটির বিয়ে আপাতত আটকে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে শিশুটিকে বিয়ের জন্য তিন বছর অপেক্ষা করতে বলা হয়েছে। তার বয়স ৯ বছর হলে বিয়ে করা যাবে বলে জানিয়েছেন তালিবান প্রশাসকরা। আফগানিস্তান ভিত্তিক মার্কিন নিউজ চ্যানেল আমু টিভি জানিয়েছে, আর্থিক অনটনের জেরে শিশুটিকে বিক্রি করে দেয় তার বাবা। এরপর ৪৫ বছরের ওই ব্যক্তি তাকে বিয়ে করে নেয়। এটি তার তৃতীয় বিয়ে। বাড়িতে দুই স্ত্রী ও সন্তানেরা রয়েছে। ঘটনার খবর পেয়ে বিয়ের আসরে হাজির হয় স্থানীয় তালিবান প্রশাসন। বিয়ে রুখে দেওয়ার পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে রেখে আসতে বলা হয়। তিন বছর পর শিশুটিকে স্বামীর বাড়িতে পাঠানোর নিদান দেন তালিবান শাসকেরা। পাশাপাশি শিশুটির বাবাকে আটক করা হলেও তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। শিশুকন্যাটি আপাতত তার বাবা-মায়ের কাছে রয়েছে বলে স্থানীয় সংবাদ সূত্রে খবর।
২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। মেয়েদের পড়াশোনার দরজা বন্ধ এবং আর্থিক দুর্দশার কারণে বাল্যবিবাহ আগের তুলনায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। এব্যাপারে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে মানবাধিকার সংগঠনগুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন