দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে? বড় ইঙ্গিত পদ্ম পার্টির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে? বড় ইঙ্গিত পদ্ম পার্টির



নয়াদিল্লি: উপ রাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকারের আচমকা ইস্তফায় বিস্মিত রাজনৈতিক মহল। এনিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। তার মধ্যেই জোর জল্পনা চলছে ধনকারের ছেড়ে আসা চেয়ারে কে বসতে চলেছেন, তা নিয়েও। পরবর্তী উপ রাষ্ট্রপতি হিসেবে শোনা যাচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুরের নাম। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বর্ষীয়ান এই জেডিইউ নেতার বৈঠক ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। যদিও বিজেপি অন্দরের সূত্র বলছে, উপ রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন দলের অনুগত বর্ষীয়ান কোনও নেতা। গুরুত্বপূর্ণ এই পদ নীতীশ কুমার বা শরিক অন্ কোনও দলকে ছাড়তে নারাজ নাড্ডা-অমিত শাহরা।

এবিষয়ে বিজেপির এক শীর্ষ নেতা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দলের ঘনিষ্ঠ কোনও ব্যক্তিকে উপ রাষ্ট্রপতি পদে বসানো হবে।’ তাছাড়া উপ রাষ্ট্রপতি পদ নিয়ে জেডিইউ নেতৃত্বের সঙ্গে বিজেপির কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ওই নেতা।

উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন শুধু সাংসদরা। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপি তথা এনডিএ’র শক্তি ৪২৬। বিরোধী ইন্ডিয়া জোটের ৩১২। এছাড়া উভয় জোটের বাইরে রয়েছেন ৪৪ জন সাংসদ। জেতার সম্ভাবনা না থাকলেও, নতুন উপ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে বিরোধীরা। মোদি বিরোধী ইন্ডিয়া জোট সূত্রে এমনটাই জানা গিয়েছে। নতুন যিনি উপ রাষ্ট্রপতি হবেন, তাঁর মেয়াদ হবে পুরো পাঁচ বছরই। তবে এই নির্বাচন কবে করাতে হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা নেই। শুধু বলা আছে ভোট করাতে হবে যত দ্রুত সম্ভব।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...