নয়াদিল্লি: আগামী বছর থেকে দু’বার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে পারবেন সিবিএসইর আওতাধীন স্কুল পড়ুয়ারা। বুধবারই এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে সিবিএসই। এদিন সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা নিয়ন্ত্রক সন্যম ভরদ্বাজ সংবাদ সংস্থাকে এই কথা জানিয়েছেন। ২০২৬ সাল থেকে নতুন নিয়ম চালু হলে দশম শ্রেণির প্রথম বোর্ড পরীক্ষা বাধ্যতামূলকভাবেই দিতে হবে ছাত্রছাত্রীদের। তবে ফলাফল বেরনোর পর যদি কেউ সন্তুষ্ট না হন, তাহলে শর্তসাপেক্ষে দ্বিতীয়বার বোর্ড পরীক্ষায় বসার সুযোগ থাকবে। প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এপ্রিলে। দ্বিতীয়টির ফল বেরবে জুন মাসে।
এক্ষেত্রে অবশ্য অবধারিতভাবে কয়েকটি প্রশ্ন উঠে আসছে। তা হল, একটিই শিক্ষাবর্ষে সিবিএসই দু’বার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার আয়োজন করলে একাদশ-দ্বাদশে ভর্তি প্রক্রিয়া কি পিছিয়ে দেওয়া হবে? যদি তা পিছিয়ে দেওয়া না হয়, তাহলে যাঁরা দ্বিতীয়বারের পরীক্ষায় বসবেন, তাঁদের কি একাদশ-দ্বাদশে ভর্তি হতে কিছুটা বিলম্ব হবে না? কারণ দ্বিতীয়বারের পরীক্ষার্থীরা জুন মাসের আগে মার্কশিট হাতে পাবেন না। ফলে একাদশ-দ্বাদশে ভর্তিও হতে পারবেন না। এইসব প্রশ্নে চিন্তা বাড়ছে অভিভাবক মহলের। যদিও এই ব্যাপারে অন্তত বুধবার রাত পর্যন্ত সিবিএসইর পক্ষ থেকে সরকারিভাবে ধোঁয়াশা কাটানো হয়নি।
এদিন সংবাদ সংস্থাকে সিবিএসইর ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রথম পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয়টি হবে মে মাসে। প্রথমটি বাধ্যতামূলক। দ্বিতীয়টি ঐচ্ছিক। দ্বিতীয়বারের পরীক্ষায় ছাত্রছাত্রীরা সায়েন্স, ম্যাথস, সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজের যে-কোনও তিনটি বিষয়ে নিজের ফলাফল ভালো করার সুযোগ পাবেন। এর ফলে প্রত্যেকেই অনেক চাপমুক্ত হয়ে পড়াশোনা করতে পারবেন। সিবিএসই জানিয়েছে, একটি শিক্ষাবর্ষে দু’বার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা হবে ঠিকই। কিন্তু অভ্যন্তরীণ মূল্যায়ন (ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট) হবে একবারই। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব প্রকাশ করেছিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সেইসময় সংশ্লিষ্ট প্রত্যেকের কাছ থেকে এই ব্যাপারে নির্দিষ্ট মতামত চাওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রক সূত্রের খবর, যাবতীয় মতামত খতিয়ে দেখেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারপরেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে সিবিএসই। জাতীয় শিক্ষানীতির (এনইপি) সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টির ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন