কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপকূল লাগোয়া উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে আজ বৃহস্পতিবার একটি নিম্নচাপে পরিণত হবে। তবে এই নিম্নচাপটির প্রভাবে ওড়িশায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গায় আগামী কাল, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যজুড়ে জুন মাসের বাকি দিনগুলিতে এবং জুলাই মাসের শুরুতেও সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। আজ, বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভবনা। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
কয়েকদিন আগে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয় তার প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। তার ফলে একাধিক জেলায় সৃষ্টি হয় বন্যাপরিস্থিতি। জলস্তর বেড়ে যায় নদী ও বাঁধগুলিতে। মাইথন-পাঞ্চেত থেকে বেশি মাত্রায় জল ছাড়ে ডিভিসি। এবারের নিম্নচাপটি নিয়ে প্রশাসন দুশ্চিন্তা ছিল। তবে এই নিম্নচাপে দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে। মনে করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষাকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপগুলি একের পর এক তৈরি হতে থাকে তার গতিপ্রকৃতির উপর নির্ভর করে কোন এলাকায় বেশি বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আগামী কাল, শুক্রবার এই জেলাগুলির সঙ্গে পূর্ব বর্ধমান ও বীরভূমের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তারপর আগামী সপ্তাহে দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন