১৮০টি পরমাণু সমরাস্ত্র নিয়ে পাকিস্তানকে টেক্কা ভারতের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৮ জুন, ২০২৫

১৮০টি পরমাণু সমরাস্ত্র নিয়ে পাকিস্তানকে টেক্কা ভারতের




নয়াদিল্লি: পরমাণু অস্ত্রে এখন পাকিস্তানকে টেক্কা দিচ্ছে ভারত। দিল্লির হাতে যেখানে ১৮০টি এ ধরনের অস্ত্র রয়েছে, তখন ঢের পিছিয়ে ইসলামাবাদ। শাহবাজ শরিফের দেশের হাতে রয়েছে ১৭০টি পরমাণু অস্ত্র। মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু অস্ত্র নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে সুইডেনের সংস্থা ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। স্টকহোম ভিত্তিক এই সংস্থা জানিয়েছে, ২০২৪ সালে ভারতের হাতে ১৭২টি পরমাণু অস্ত্র ছিল। চলতি বছরে আরও ৮টি বেড়েছে। অন্যদিকে, গত বছরের পর আর পরমাণু অস্ত্র বাড়ায়নি প্রতিবেশী পাকিস্তান। এসআইপিআরআই-এর মতে ভারত ও পাকিস্তানের এই পরমাণু অস্ত্রগুলি রয়েছে ‘স্টকপাইল’ অবস্থায়। যার অর্থ, এগুলি এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী।

 

 কিন্তু সেগুলি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়নি। সংস্থার মতে, পরমাণু যুদ্ধাস্ত্র বেশি থাকলেও ভারতের এখন স্বস্তিতে থাকার জায়গা নেই। কারণ, পাকিস্তান এখন পরমাণু অস্ত্র ভাঁড়ার মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক অস্ত্রের মূল উপাদানগুলি (ফিসাইল) অর্থাৎ ইউরোনিয়াম ও প্লুটোনিয়ামের আইসোটোপ প্রচুর পরিমাণে মজুত করেছে। তবে ভারতের সুবিধা হল জল, স্থল, অন্তরীক্ষে শক্তি বাড়াতে বিনিয়োগ বেড়েছে। এসআইপিআরআই-র মতে এখন বিশ্বের ন’টি পরমাণু শক্তিধর দেশের হাতে ১২ হাজার ২৪১টি পরমাণু অস্ত্র রয়েছে। এরমধ্যে ৯ হাজার ৬১৪টি অস্ত্র রয়েছে ‘স্টকপাইল’ অবস্থায়। আর ৩ হাজার ৯১২টি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। কেবল আমেরিকা ও রাশিয়ার হাতেই রয়েছে ৯০ শতাংশ পরমাণু অস্ত্র। চীনের হাতে রয়েছে ৬০০টি পরমাণু অস্ত্র। এরমধ্যে ২৪টি লালফৌজের হাতে তুলে দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...