কালীগঞ্জ: কালীগঞ্জ থানার মোলান্দিতে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সারিফুল শেখ। ওই ঘটনায় অভিযুক্ত আনোয়ার শেখের ছেলে এই সারিফুলি। মোলান্দির শেখপাড়ার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ, বুধবার সারিফুলকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। তাকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিস। এমনই জানা গিয়েছে। এই ঘটনায় আগেই আনোয়ার শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আদর আলি শেখকে গ্রেপ্তার করেছিল পুলিস। ফলে এখনও পর্যন্ত মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
গত সোমবার কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়। বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এলাকায় বিজয় মিছিল বের করেন দলের কর্মীরা। মোলান্দি গ্রামেও মিছিল হয়। অভিযোগ, বিজয় উল্লাসের মধ্যেই কয়েকজন গ্রামবাসীর বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়। সেই বোমার ঘায়ে বেঘোরে মারা যায় তমান্না খাতুন নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী। তোলপাড় পড়ে গোটা রাজ্যে। ঘটনার খবর পেয়েই কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বারো ঘণ্টার মধ্যে কালীগঞ্জে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিস। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়। মানোয়ার শেখ ও কালু শেখ নামে দুই অভিযুক্তের পুলিস হেফাজত হয়েছে। অন্য দু’জনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
নীরিহ ছোট্ট তমান্নার মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না মোলান্দির বাসিন্দারা। তৃণমূল তাদের বিজয় উৎসবের যাবতীয় কর্মসূচি বাতিল করেছে। মঙ্গলবার গ্রামে গিয়ে দেখা যায়, চারিদিকে থমথমে পরিবেশ। চাপা উত্তেজনা কোথাও কোথাও। একাধিক বাড়ির দেওয়ালে বোমার আঘাতের চিহ্ন। বসানো হয়েছে পুলিস পিকেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন