কাটোয়া: আউশগ্রামের জঙ্গলমহলে মঙ্গলবার রাতে আচমকা এলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। তিনি বোলপুর থেকে এসেছেন বলে জানা গিয়েছে। মৌখিরা, কালিকাপুর রাজবাড়ি ঘুরে দেখেন। রাতে প্রিয় গায়ককে দেখতে ভিড় জমে যায় কালিকাপুর গ্রামে। সেল্ফির আবদারও মেটান তিনি।
গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আউশগ্রাম-২ ব্লকের কালিকাপুর রাজবাড়ির সামনে এসে দাঁড়ায় অরিজিৎ সিংয়ের গাড়ি। এক্কেবারে নিরাপত্তা ছাড়াই গায়ক আসেন জঙ্গলমহলে। জঙ্গলের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান। জানা গিয়েছে, তিনি একটি নতুন ছবির শুটিংয়ের জন্য রেকি করতে এসেছেন। ওই ছবির জন্যই নাকি অরিজিৎ সিং কয়েকদিন ধরে বোলপুর, ইলামবাজার সংলগ্ন এলাকায় ঘুরেছেন। বৃষ্টি ভেজা রাতে আচমকা গায়ককে দেখে হতবাক হয়ে গিয়েছেন গ্রামের বাসিন্দারাও।
আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ি, মৌখিরা রাজবাড়ি বাংলা, হিন্দি ছবির শুটিং স্পট। বহু ছবির শুটিং এখানে সারাবছরই হয়। তবে এক্কেবারে পাশের বাড়ির ছেলে হিসাবে অরিজিৎকে পেয়ে গ্রামের বাসিন্দারা বেজায় খুশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন