নয়াদিল্লি: নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের রেসিডেন্ট মহিলা চিকিৎসককে বেধড়ক মারধর। জামাকাপড় ছেড়ার পাশাপাশি গলায় স্টেথোস্কোপ পেচিয়ে শ্বাসরোধের চেষ্টাও করা হয়। সোমবার দুপুরের এই ঘটনাটি দিল্লির রোহিণীর ডঃ বাবাসাহেব আম্বেদকর হাসপাতালের। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি দিয়েছে ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট।
রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ অনির্বাণ ভৌমিক জানান, ২ জুন থেকে এনআইসিইউতে ভর্তি ছিল নবজাতকটি। সোমবার সকালে তার মৃত্যু হয়। এরপরেই দুপুরের দিকে ওই মহিলা চিকিৎসকের উপর চড়াও হন পরিবারের সদস্যরা। মেডিক্যাল ডিরেক্টর ডাঃ মিনাক্ষী শ্রীধরের কথায়, ‘নির্যাতিতাকে নৃশংসভাবে মারধর করা হয়। ছেঁড়া জামাকাপড় সিলড প্যাকেটে পুলিসের হাতে তুলে ধরা হয়েছে। পাঁচ অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। সোমবার দুপুর চারটে নাগাদ তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা পুলিসের হাতে তুলে দিয়েছি।’ সূত্রের খবর, তীব্র শ্বাসকষ্ট নিয়েই জন্মগ্রহণ করেছিল শিশুটি। সাতদিন ভেন্টিলেশনে রাখা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন