কাকদ্বীপ: গত কয়েকবছর মন্দা গিয়েছিল। এবার জলে নামতে না নামতেই হাত ভর্তি রুপো। গত চারবছরের রেকর্ড ভাঙল ২০২৫ সালের মরশুম। মাত্র দু’দিনের মধ্যে বাজারে এসেছে প্রায় ২০০ টন ইলিশ।
আরও আসছে। এখনও বহু ট্রলার সমুদ্রে আছে। তারা মাছ ধরে উপকূলে ফিরবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিপুল পরিমাণ ইলিশ বাজারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ এসেছিল। এরপর গভীর রাত থেকে বহু ট্রলার নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও রায়দিঘির খেয়াঘাটগুলিতে আসতে থাকে। মঙ্গলবার রাত পর্যন্ত ২০০টির মতো ট্রলার বিপুল পরিমাণ মাছ নিয়ে ফিরেছে।
সুমন বিশ্বাস নামে এক মৎস্যজীবী বলেন, ‘মাত্র দু’দিনের মধ্যে মাছ ধরে ফিরে আসতে পারব ভাবতে পারিনি। সাধারণত ট্রলারগুলি সাত-দশ দিন সমুদ্রে মাছ ধরে। তারপর উপকূলে ফেরে। কিন্তু এ বছর এত দিন থাকার প্রয়োজন হয়নি। মাছ ধরার মরশুমের শুরুতেই ভালো ইলিশ পেয়ে গিয়েছি। আবহাওয়া অনুকূলে ছিল বলে এমন হয়েছে। মাছের সাইজও ভালো।’ কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, গত চারবছর ধরে ইলিশের দেখা সেভাবে মেলেনি। মৎস্যজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। বহু ব্যবসায়ী ক্ষতির কারণে ট্রলার বিক্রি পর্যন্ত করে দিতে বাধ্য হন। এবছর মরশুমের প্রথমেই জলে ভালো পরিমাণ ইলিশের দেখা মিলছে। মৎস্যজীবীরা খুব খুশি। প্রতিটি ট্রলার গড়ে এক থেকে দেড় টন করে মাছ পেয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ আসবে। এ খবর ক্রেতাদের পক্ষেও খুশির। কারণ এর ফলে দাম কমবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন