শিলং: বর্ষার মরশুমে আরও নৈসর্গিক হয়ে উঠেছে মেঘালয়ের চেরাপুঞ্জি। এরই মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল সোহরাতে পুলিস আধিকারিকরা। সঙ্গে হানিমুন মার্ডার কেসে ধৃত সোনম ও তার সঙ্গীরা। মঙ্গলবার গোটা ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস । ইতিমধ্যেই পুলিসের কাছে রাজাকে খুনের কথা কবুল করেছে সোনম সহ অন্যান্য অভিযুক্তরা।
ধৃতদের বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ জোগাড়ের জন্যই ঘটনার পুনর্নির্মাণ বলে পুলিস সূত্রে খবর। পাশাপাশি সোনমদের বয়ান নিয়ে এখনও সন্দেহ রয়েছে পুলিস আধিকারিকদের। মেঘালয়ের ডিজিপি জানিয়েছেন, ‘এই খুনের ঘটনার পিছনে আর কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই স্বামী রাজা রঘুবংশীর প্রতি সোনমের এত আক্রোশের কারণ নিয়ে তদন্ত চলছে। মনে হচ্ছে না শুধু ত্রিকোণ প্রেমের জেরেই এই নৃশংস খুন।’
এদিকে রাজা রঘুবংশীর খুনের পর মেঘালয়ে গাড়ি ও মোটরবাইক ভাড়ার ক্ষেত্রে কড়াকড়ি নীতি নিচ্ছে মেঘালয় সরকার। সেরাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে নোটিস জারি করে জানানো হয়েছে, ২ চাকা এবং ৪ চাকা— উভয় ধরনের গাড়ির ক্ষেত্রেই আর ব্যক্তিগত গাড়ি ভাড়া দেওয়া যাবে না। নিয়ম না মানলে জরিমানা এমনকী গাড়ি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে। অ্যাপ ক্যাবগুলির ক্ষেত্রেও একইরকম কঠোর হচ্ছে মেঘালয় সরকার। ইস্ট খাসি হিলসের এসপি কে প্রসাদ জানিয়েছেন, ‘শিলং ও তার বাইরের সমস্ত গাড়ির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ট্যুরিস্ট স্পট সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিসকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন