নয়াদিল্লি: ইরানে ইজরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তথা এসসিওর। সদস্য রাষ্ট্র হয়েও বিবৃতিতে সই করেনি ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্টই জানিয়েছে, ভারত ইতিমধ্যেই এ বিষয়ে অবস্থান জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, কোনও বিতর্কের সমাধান আলোচনার মাধ্যমেই করার পক্ষপাতী নয়াদিল্লি।
ইরান-ইজরায়েলের সংঘাত বিশ্ব যুদ্ধের আবহ তৈরি করেছে। ফলে উদ্বিগ্ন সমগ্র বিশ্ব। এই আবহে বিবৃতি প্রকাশ করে ইজরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা করেছে চীন প্রভাবিত এসসিও। সংগঠনের সাম্প্রতিকতম বিবৃতিতে বলা হয়েছে, সদস্য রাষ্ট্র ইরানের উপর ইজরায়েলের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এইভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইজরায়েল। এই ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে বিশ্বশান্তিকে। বিবৃতিতে এও বলা হয়ছে, এসসিও-র সদস্য রাষ্ট্রগুলি এই হামলায় উদ্বেগ প্রকাশ করছে। রাশিয়া, বেলারুশ, চীন, পাকিস্তানের পাশাপাশি ভারতও এসসিওর সদস্য। সেই হিসাবে এসসিওর বিবৃতিতে ভারতের নামও জুড়ে রয়েছে। কিন্তু এসসিওর বিবৃতি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে বিদেশ মন্ত্রক জানায়, এসসিওর আলোচনায় অংশ নেয়নি ভারত। যদিও ইরান-ইজরায়েলের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুই দেশকেই নতুন করে সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে বলেছেন বিদেশমন্ত্রী। ইরান-ইয়াজরায়েল সংঘাত নিয়ে ভারতও উদ্বিগ্ন। তবে এ প্রসঙ্গে এসসিওর প্রকাশিত বিবৃতিতে এখনই নিজেদের নাম জুড়তে চাইছে নয়াদিল্লি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন