দক্ষিণ ২৪ পরগনা: খেয়ালখুশি মতো আর কোনও সংস্থার সঙ্গে ‘মউ’ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষর করতে পারবে না রাজ্য সরকারের দপ্তরগুলি। এই মর্মে নির্দেশিকা পাঠানো হল জেলায় জেলায়। যে দপ্তর বা বিভাগ কোনও সংস্থার সঙ্গে চুক্তির পরিকল্পনা করবে, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নবান্নে মুখ্যসচিবের অফিসে পাঠাতে হবে। চুক্তির বিষয়বস্তু, কী ফল হতে পারে, আর্থিক দিক ইত্যাদি সবকিছুরই উল্লেখ থাকবে সেখানে।
সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, নবান্নকে না জানিয়ে তাঁর দপ্তর বেশ কিছু ‘মউ’ স্বাক্ষর করেছিল। তারপরই ‘মউ’ নিয়ে দপ্তর, বিভাগ ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জেলায় জেলায় মুখ্যসচিবের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, পূর্বে বহু দপ্তর বা স্বশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি বা সংস্থার সঙ্গে চুক্তি করেছে। পরে দেখা গিয়েছে, তা ফলপ্রসূ হয়নি। অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াও কাজ হয়েছে। কিন্তু আর এমন চলবে না। যতক্ষণ না মুখ্যসচিবের অফিস বা তার সমতুল্য কোনও কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে, ততক্ষণ কোনও সংস্থা বা প্রতিষ্ঠান, এমনকী দপ্তর নিজেও ‘মউ’ করতে পারবে না। প্রতিটি দপ্তরকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন