কলকাতা: স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর। ১৭ জুন কেন্দ্রীয় পোর্টাল চালু হলেও ১৮ জুন থেকে আবেদন শুরু হবে। প্রথম দফার আবেদন চলবে ১ জুলাই পর্যন্ত। ৬ জুলাই প্রকাশিত হবে প্রতিষ্ঠান এবং কোর্সভিত্তিক মেধা তালিকা। ভর্তি প্রক্রিয়া চলবে সেদিন থেকে ১২ জুলাই পর্যন্ত। সিট আপগ্রেডেশনের তালিকা প্রকাশিত হবে ১৭ জুলাই। সেদিন থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।
২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। এই পর্বে যাঁরা ভর্তি হয়ে যাবেন, তাদের ১ আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ২ আগস্ট প্রকাশিত হবে ‘আপগ্রেডেড’ তালিকার ভিত্তিতে প্রথম দফার আসন তালিকা। ১১ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। ১৪ আগস্ট দ্বিতীয় দফার মেধা তালিকা প্রকাশ করবে উচ্চশিক্ষা দপ্তর। ১৭ জুলাই পর্যন্ত শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া চলবে। ২১ আগস্ট দ্বিতীয় দফার বরাদ্দকৃত আসনের তালিকা প্রকাশিত হবে। ২৪ আগস্ট পর্যন্ত চলবে ভর্তি। ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন, মপ আপ রাউন্ডের পর নতুন প্রতিষ্ঠানে ক্লাস শুরু করতে পারবেন ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও ১৭ জুন থেকে তাদের কলা বিভাগে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন