ভারতে তৈরি হবে রাফালের কাঠামো, চুক্তি স্বাক্ষর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৫ জুন, ২০২৫

ভারতে তৈরি হবে রাফালের কাঠামো, চুক্তি স্বাক্ষর




নয়াদিল্লি: এবার ভারতেই তৈরি হবে রাফাল যুদ্ধবিমানের বেশ কিছু অংশ। এর জন্য প্রস্তুতকারী সংস্থা দাসো এভিয়েশন চুক্তি করল টাটা গোষ্ঠীর সঙ্গে। নয়া চুক্তি অনুযায়ী, ভারতেই রাফালের কাঠামো তৈরি করা হবে। এজন্য হায়দরাবাদে নতুন কারখানা তৈরি করবে সংস্থা। উৎপাদন শুরু হবে ২০২৮ সাল থেকে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রাফালের কাঠামো তৈরি করতে চুক্তিবদ্ধ হয়েছে দাসো এভিয়েশন ও টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। দেশে বিমান উৎপাদনে ক্ষমতা বৃদ্ধিতে এই পদক্ষেপ বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সরঞ্জাম সরবরাহেও নয়া উদ্যোগ কার্যকরী হবে। প্রসঙ্গত, এই প্রথমে ফ্রান্সের বাইরে কোথাও রাফালের কাঠামো তৈরি হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...