বর্ধমান: লাভপুরের ‘স্বর্ণ ভাণ্ডারের’ মালিকরা পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেরা বাঁধছে। হোটেল ভাড়া নিয়ে কয়েকদিন থাকার পরই তারা ক্রেতা খুঁজতে শুরু করছে। এলাকায় ঘুরতে ঘুরতে কোনও ‘শিকার’ পেলেই তারা কানের কাছে চুপিচুপি বলছে, ‘আমরা এক জায়গায় কাজ করতে গিয়ে স্বর্ণভাণ্ডারের হদিশ পেয়েছি। বহু স্বর্ণমূদ্রা আমাদের কাছে রয়েছে। আমরা গরিব মানুষ। ওসব নিয়ে কী করব? চাইলে জলের দরে তা বিক্রি করে দেব।’
প্রতারকদের ফাঁদে পা দিয়ে কেউ আগ্রহ দেখালেই বাজিমাত। মোবাইলের গ্যালারিতে থাকা ‘সোনার’ কয়েনের ছবি তারা দেখাচ্ছে। সেগুলি বেশ পুরনো। দেখলে মনে হবে সত্যিই সেগুলি মাটির নীচে বহুদিন চাপা পড়েছিল। কোনও কয়েনের সাল উধাও হয়ে গিয়েছে। আবার কোনওটার রং বদলে গিয়েছে। এক লক্ষ টাকায় ৩০-৪০টি কয়েন দেওয়ার টোপ দেয়। আসল সোনা হলে সেটির বাজারমূল্য অন্তত পাঁচ-ছ’লক্ষ টাকা হবে। কয়েকদিন আগে বর্ধমান থানার পুলিস এক প্রতারককে গ্রেপ্তার করে। সে জেরায় জানায়, কয়েনগুলি কোনও দামি ধাতু দিয়ে তৈরি নয়। সেগুলি রং দিয়ে তারা সোনার মতো তৈরি করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, লাভপুর থানার কয়েকটি গ্রামের বেশকিছু যুবকের এই কায়দায় প্রতারণা করা পেশা হয়ে দাঁড়িয়েছে। এই কারবার করেই তারা ফুলেফেঁপে উঠেছে। কয়েকদিন আগে লাভপুরে বোমা বিস্ফোরণের ঘটনাতেও এই কয়েন প্রতারকদের নাম উঠে আসে। ওই ঘটনায় কয়েকজন ফেরার রয়েছে। সেই প্রতারকদের একজনের নামে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, প্রতারকরা সবসময় দেখা করে প্রতারণা করে এমনটা নয়। তারা যে কোনও নম্বরে ফোন করার পর কয়েনের ছবি পাঠিয়ে দেয়। বেশ কিছুক্ষণ কথা বলে তাদের আস্থা অর্জন করে। এরপরই তারা অনলাইনে অগ্রিম কিছু টাকা পাঠাতে বলে। অনেকেই লোভে পড়ে টাকা পাঠিয়ে দিয়ে কপাল চাপড়ান। তারা শুধু পূর্ব বর্ধমান বা বীরভূম নয়, পশ্চিম বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় প্রতারণার জাল ছড়িয়ে রেখেছে। অনেক জায়গায় তাদের এজেন্ট রয়েছে। তারা শিকার জোগাড় করে প্রতারকদের হাতে তুলে দেয়। বিনিময়ে তারা কমিশন পায়। নকল কয়েনগুলি দিয়ে টাকা নেওয়ার পরই তারা চম্পট দেয়। অনেক সময় ফোন করে ক্রেতাদের বীরভূমের কোনও জায়গায় ডেকে পাঠায়। সেখানে গেলে সর্বস্ব খুইয়ে ফিরতে হবে। অনেক সময় প্রতারিত হওয়ার পরও অনেকে অভিযোগ করেন না। সেকারণে অপরাধীরা অধরা থেকে যায়। তবে লাভপুরের এক ‘কয়েন সম্রাট’ এখন পুলিসের স্ক্যানারে রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন