বেঙ্গালুরু: কর্ণাটকে এবার মুখ্যমন্ত্রী বদল? কুর্সি হারাতে চলেছেন সিদ্ধারামাইয়া। এনিয়ে জল্পনা উস্কে দিলেন শাসক দলেরই বিধায়ক। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস বিধায়ক এইচ এ ইকবাল হুসেন। কংগ্রেস হাইকমান্ড এব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে বলে দাবি তাঁর।
বছর দু’য়েক আগে পালাবদল হয় কর্ণাটকে। বিজেপিকে হারিয়ে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয় সিদ্ধারামাইয়াকে। কংগ্রেসের জয়ের কারিগর শিবকুমার হলেও তাঁকে বসানো হয় উপমুখ্যমন্ত্রী পদে। ক্ষমতায় বসার পর সিদ্ধারামাইয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাইসুরু আরবান ডেভেলপমেন্ট (মুডা)-এর জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তাঁর উপর ক্ষুব্ধ হন দলেরই একাংশ। সম্প্রতি সিদ্ধারামাইয়াকে ডেকে সতর্ক করেছে হাইকমান্ড। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি শিবকুমারের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা।
সোমবার দু’দিনের জন্য বেঙ্গালুরুতে আসছেন সুরজেওয়ালা। সিদ্ধারামাইয়া, শিবকুমার সহ অন্যদের সঙ্গে পৃথক বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী বদলের জল্পনা নিয়েও দলীয় বিধায়ক ও নেতাদের বার্তা দিতে পারেন বলে দলীয় সূত্রের খবর। এদিকে শিবকুমার শিবিরের দাবি, ভোটের জেতার পর মুখ্যমন্ত্রী পদের মেয়াদ আড়াই বছর করে ভাগাভাগির কথা বলা হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী বদলের সময় এসেছে। ইকবাল বলেন, আমরা কোনও গুজবে বিশ্বাস করি না। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে এব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন। আমরা তাঁদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন