নয়াদিল্লি: ২০২০ সালে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভূক্তির পর ‘অপারেশন সিন্দুর’-ই ছিল রাফাল যুদ্ধবিমানের সবচেয়ে বড় সামরিক অভিযান। সেই অভিযান চলাকালীনই তিনটি রাফাল ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান। ভারত যদিও প্রথম থেকেই সেই দাবিকে ভুয়ো তকমা দিয়ে নস্যাৎ করে এসেছে। এবার ভারতের সুরে সুর মিলিয়েই মন্তব্য করলেন রাফালের নির্মাতা সংস্থা দাসো’র সিইও এরিক ট্রাপিয়ের। ফ্রান্সের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার শীর্ষকর্তা সাফ বলেছেন, ‘আমরা ভারতের তরফে এমন কোনও সরকারি তথ্য পাইনি।
আমি হলফ করে বলতে পারি, পাকিস্তান যে দাবি করেছে সেটা সঠিক নয়।’ তবে এর সঙ্গে কৌশলী মন্তব্যও করেছেন ট্রাপিয়ের। তাঁর কথায়, ‘কোনও সামরিক অভিযানের সাফল্য শুধু ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে না। বরং অভিযানের উদ্দেশ্যপূরণ হয়েছে কি না, তার উপর নির্ভর করে।’ এই প্রসঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণও টেনে আনেন। বলেন, মিত্রবাহিনী অনেক সৈনিক হারিয়েও শেষপর্যন্ত যুদ্ধে জয়ী হয়েছিল। প্রসঙ্গত, দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এই চুক্তির আওতায়, ২০২৮ সাল থেকে ভারতের হায়দরাবাদে রাফাল যুদ্ধবিমানের প্রধান কাঠামো (ফিউজলেজ) তৈরি শুরু হবে। আর সেটা হলে, প্রথমবার ফ্রান্সের বাইরে রাফালের এই গুরুত্বপূর্ণ অংশ তৈরি হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন