নয়াদিল্লি: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ওয়াশিংটনে সেনা প্যারেডে অতিথি হিসেবে আমন্ত্রণই জানানো হয়নি। রবিবার সাফ জানিয়ে দিল আমেরিকা। মার্কিন সেনার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার ওয়াশিংটনে বিশেষ মিলিটারি প্যারেডের আয়োজন করা হয়। কাকতালীয়ভাবে এদিনই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন। বিভিন্ন পাক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, এই অনুষ্ঠানে আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রবিবার হোয়াইট হাউসের এক কর্তা এপ্রসঙ্গে সাফ জানান, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। কোনও বিদেশি সেনাকর্তাকে আমন্ত্রণই জানানো হয়নি।’
আসিম মুনিরকে মিলিটারি প্যারেডে আমন্ত্রণের খবরে দেশে রাজনৈতিক মহলে ঝড় বয়ে যায়। পহেলগাঁও হামলা পরবর্তী সময়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাক ভূখণ্ডে হামলা চালায় ভারত। সেই ‘অপারেশন সিন্দুর’-এর প্রয়োজনীয়তা বোঝাতে দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়ে আন্তর্জাতিক স্তরে প্রচার করে দিল্লি। এই অবস্থায় আসিম মুনিরের মার্কিন মুলুকে আমন্ত্রণকে কেন্দ্রের বিদেশ নীতির ব্যর্থতা হিসেবে তুলে ধরে কংগ্রেস। এই নিয়ে এক্স হ্যান্ডলে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ বলেন, ‘মার্কিন সেনার বিশেষ অনুষ্ঠানে ওয়াশিংটনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক এবং কৌশলগত দিক থেকে এটা ভারতের কাছে চরম ধাক্কা।’ জয়রামের মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। এই অবস্থায় সব জল্পনায় জল ঢেলে দিয়ে আমেরিকা জানাল, মুনিরকে আমন্ত্রণই জানানো হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন