
নয়াদিল্লি: ‘শর্ট নোটিস’এ কোন রেলওয়ে জোন কত কোচ দিতে পারবে? ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছে রেলওয়ে বোর্ড। তৈরি হচ্ছে তালিকাও। সোমবার রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
এসি কোচ, নন-এসি স্লিপার কোচ এবং জেনারেল কোচ—কোন জোনের হাতে কতগুলি রয়েছে, অবিলম্বে তারও প্রাথমিক পরিসংখ্যান পেতে চাইছে রেলমন্ত্রক। তবে শুধুমাত্রই রেলওয়ে জোন নয়।
রেলের শাখাগুলির কাছ থেকেও একই হিসেব চাওয়া হচ্ছে। পহেলগাঁওয়ে ঘৃণ্য জঙ্গি হামলার পরই পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি হচ্ছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট হয়েছে যে, যারা কাশ্মীরে পর্যটকদের উপর হামলা চালিয়েছে, সেই জঙ্গিদের সঙ্গে পাক যোগ রয়েছে। গত কয়েকদিনে দেশের সীমান্ত এলাকায় তৈরি হয়েছে যুদ্ধ আবহও। এই পরিস্থিতিতে এভাবে রেলওয়ে কোচের হিসেব নেওয়াকে মোটেও হাল্কাভাবে দেখতে রাজি নন বিশেষজ্ঞরা।
রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে যে, এই মুহূর্তে দেশের তামাম রেলওয়ে নেটওয়ার্কে মোট ৭৯ হাজার কোচ রয়েছে। এর মধ্যে এসি কোচের সংখ্যা ২৩ হাজার। অন্যদিকে জেনারেল এবং নন-এসি স্লিপার মিলিয়ে ভারতীয় রেলের হাতে মোট কোচ রয়েছে ৫৬ হাজার। এখানেই শেষ নয়।
আগামী দিনে আরও ১৭ হাজার জেনারেল, নন-এসি কোচ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে রেল বোর্ড। অর্থাৎ, সবমিলিয়ে ভারতীয় রেলে কোচের সংখ্যা হতে চলেছে ৯৬ হাজার। সরকারি সূত্রের খবর, অতি দ্রুত অন্তত কয়েক হাজার জেনারেল, নন-এসি কোচ তৈরির কাজে হাত দেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখতে চাইছে রেল বোর্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন