কলকাতা: এটিএম থেকে একটু বেশি অঙ্কের টাকা তুলতে গেলেই ৫০০ টাকার নোট পান গ্রাহক। সেই নোট ভাঙাতে গিয়ে অনেক সময় ঝক্কি পোহাতে হয়। এই ঝঞ্ঝাট থেকে আগামী দিনে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছেন গ্রাহকরা। ৫০০ টাকার নোটের বদলে ১০০ এবং ২০০ টাকার নোটই যাতে বেশি সংখ্যায় বেরয় এটিএম থেকে, তার জন্য নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বিশেষজ্ঞ মহল বলছে, এর ফলে একদিকে যেমন নগদ টাকার জোগানের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা হবে, তেমনই যেভাবে ৫০০ টাকার নোট জাল হচ্ছে, তাতে কিছুটা হলেও লাগাম টানা যাবে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, তবে কি আগামী দিনে সরকার ৫০০ টাকার নোট ছাপানোর পরিমাণ কমিয়ে আনবে?
আরবিআই জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যে দেশের সমস্ত
এটিএমের অন্তত ৭৫ শতাংশ ক্ষেত্রে শুধুমাত্র ১০০ বা ২০০ টাকার নোটই বেরবে।
ওই এটিএমগুলিতে যদি সবক’টি ক্যাসেট থেকেই ১০০ বা ২০০ টাকার নোটের জোগান
দেওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত একটি ক্যাসেটে সেই ব্যবস্থা রাখতেই হবে।
প্রসঙ্গত, এটিএমের যে খাপগুলিতে টাকা ধরা থাকে, সেগুলিকে ক্যাসেট বলা হয়।
গ্রাহক টাকা তুলতে এলে ওই ক্যাসেট থেকেই সরাসরি টাকা বেরিয়ে আসে।
এটিএমগুলিতে চার থেকে ছ’টি ক্যাসেট থাকে। আরবিআই নির্দেশ দিয়েছে, আগামী বছর
অর্থাৎ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশের যত এটিএম আছে, তার অন্তত ৯০
শতাংশ ক্ষেত্রে ১০০ থেকে ২০০ টাকার নোট রাখতে হবে। এক্ষেত্রেও যদি সব
ক্যাসেটে সেই নোট রাখা সম্ভব না হয়, তাহলে অন্তত একটি ক্যাসেটে রাখতে হবে।
রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি অন্যান্য এটিএমের ক্ষেত্রেও
ওই নিয়ম প্রযোজ্য। ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত না থেকেও যে
সংস্থাগুলি এটিএম পরিষেবা দেয়, তাদেরও এই নিয়ম চালুর নির্দেশ দিয়েছে
আরবিআই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন