
বেজিং: ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে চীন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে অনলাইনে। যদিও এসব গুজব বলে উড়িয়ে দিল বেজিং। শুধু তাই নয়, গুজব ছড়ানোর বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেজিং। পাকিস্তানে ওয়াই-২০ কার্গো বিমানে অস্ত্রশস্ত্র পাঠানোর অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। এই ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে বেজিং। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে তারা। সোমবার চীন সেনার তরফে বলা হয়েছে, ওয়াই-২০ বিমানে পাকিস্তানে অস্ত্র পাঠানো হয়েছে, এমন খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। কিন্তু এধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা। ইন্টারনেট আইনের বাইরে নয়। চীনা সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন