
নয়াদিল্লি ও কলকাতা: দেশজুড়ে মেট্রো রেলে বিস্ফোরণের ছক কষেছে লস্কর-ই-তোইবা। এমনই আশঙ্কা জয়পুর পুলিসের তদন্তকারী দলের। দিন দুই আগেই জয়পুর মেট্রোয় একটি মেল এসেছিল। সেখানে বলা হয়েছিল, অপারেশন সিন্দুরের বদলা নেওয়া হবে। পাক জঙ্গি সংগঠনের নামে পাঠানো এই মেলটিকে হাল্কাভাবে দেখতে নারাজ তদন্তাকারীরা। তারা জেনেছেন, প্রক্সি সার্ভার ব্যবহার করে ওই মেল পাঠানো হয়েছিল। তদন্তকারীরা জেনেছেন, মেট্রো টানেলকেই টার্গেট করেছে জঙ্গি সংগঠনের স্লিপার সেল। তারা মেট্রো কর্মী সেজে টানেলে ঢুকে আইইডি বিস্ফোরণ ঘটাবে।
শুধু মেট্রোই নয়, রেল স্টেশনগুলিতেও এবার বাড়তি নজরদারির
ব্যবস্থা করা হচ্ছে। স্টেশনের অস্থায়ী ‘হোল্ডিং জোন’ এবং
প্ল্যাটফর্ম—দু’জায়গাতেই থাকবেন সাদা পোশাকের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রেল
কর্মীরা। কারও সন্দেহজনক গতিবিধিতে তাঁরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
রেল মনে করছে, এবার দেশে আরও বেশি করে সামার স্পেশাল চালানো হবে।
সেক্ষেত্রে প্রতি স্টেশনেই ভিড় বাড়বে। আর এর সুযোগ পুরো মাত্রায় নিতে
পারে জঙ্গিরা। সেই আশঙ্কা থেকেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রেল কর্মীদের কাজে
লাগানো হচ্ছে। ‘হাই-প্রোফাইল’ স্টেশনগুলিতে চালানো হচ্ছে কড়া নজরদারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন