জানা গিয়েছে, আস্ত একটা গ্যাং রয়েছে অনুরাধার। প্রতিবার শহর, জায়গা বদলে যেত। আর পাত্রপক্ষকে ছবি দেখিয়ে প্রথমে বিয়ে পাকা করতেন এক ঘটক। এজন্য তিনি ২ লক্ষ টাকা নিতেন। আদতে এই ব্যক্তিও অনুরাধার দলের লোক ছিলেন। সেইমতো মন্দির বা বাড়িতে বসত বিয়ের আসর। আর এরপরই শুরু হতো আসল খেলা। ভালো আচরণে দ্রুত শ্বশুরবাড়ির মন জয় করে নিতেন অনুরাধা। পরে সুযোগ বুঝে খাবার বা পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাইয়ে দিতেন শ্বশুরবাড়ির সদস্যদের আর টাকা, গয়না নিয়ে পালাতেন।
গত ২০ এপ্রিল রাজস্থানের সওয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মার সঙ্গে একইভাবে বিয়ে হয় অনুরাধার। বিয়ে ঠিক করার জন্য পাপ্পু মিনা নামে একজনকে দু’লক্ষ টাকা দেয় বিষ্ণুর পরিবার। আর সপ্তাহ দুয়েক পর ১ লক্ষ ২৫ হাজা টাকার গয়না, ৩০ হাজার নগদ ও ৩০ হাজার টাকার মোবাইল নিয়ে চম্পট দেন অনুরাধা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিস। এক কনস্টেবলকে বর সাজিয়ে অনুরাধাকে টোপ দেয়। আর তাতেই ধরা পড়ে যান অভিযুক্ত মহিলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন