ওয়াশিংটন: আমেরিকাকে যে কোনও মিসাইল হানা থেকে রক্ষা করতে তৎপর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যেই মঙ্গলবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। অনেকটা ইজরালীয় ধাঁচেই তৈরি করা হচ্ছে নিরাপত্তার এই নয়া ঢাল, তবে এটি ইজরায়েলের চেয়েও কয়েকগুণ শক্তিশালী হবে বলে দাবি ট্রাম্পের।
প্রাথমিক ভাবে এই প্রকল্পের জন্য ২৫ বিলিয়ন ডলারের ফান্ডের ঘোষণা করেছিলেন তিনি। যদিও এতে মোট খরচ হতে পারে ১৭৫ বিলিয়ন ডলার।
‘গোল্ডেন ডোম’ সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, “সম্পূর্ণ ভাবে এই ডোম নির্মিত হলে এটি যে কোনও মিসাইলকে রুখে দিতে সক্ষম হবে। এমনকী সেগুলি যদি মহাকাশ থেকে উৎক্ষেপণ করা হয়, তবুও সেগুলিকে ধ্বংস করা সম্ভব হবে।” ট্রাম্পের দাবি, “এটি আমাদের দেশের সাফল্য, এমনকী টিকে থাকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য বিষয় হল, আমেরিকার এই মিসাইল সিস্টেম ব্যবস্থার ভাবনা এসেছে ইজরায়েলের আয়রন ডোম থেকেই। এই আয়রন ডোম আকাশসীমায় রকেট ও যে কোনও মিসাইল হানা রুখে দিতে পারে। এবার সেই একই রাস্তায় হাঁটল মার্কিন মুলুকও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন