
ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত তখনই জানিয়েছিল কাশ্মীর সমস্যা নিয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। ইসলামাবাদকে পাক অধিকৃত কাশ্মীরকে ফেরত দিতে হবে। তার মধ্যেই আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হল, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সরাসরি আলোচনা করে এই সমস্যা মিটিয়ে নিক। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে এদিন কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এরপর মার্কিন বিদেশ দপ্তরের তরফে এক বিবৃতিকে জারি করে বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং নিয়মিত যোগাযোগ রক্ষার উপরে জোর দিয়েছেন রুবিও এবং ল্যামি। ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার উপরেই জোর দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। দুই দেশের আলোচনা অব্যাহত থাকা নিয়ে আশাপ্রকাশ করেছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন