
বনগাঁ: বৈধ রুটে অবৈধভাবে বাস চলাচল করায় অসন্তোষ প্রকাশ করলেন বৈধ বাসমালিকদের একাংশ। অবিলম্বে অবৈধভাবে চলা বাসগুলি বন্ধ না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বনগাঁ থেকে দক্ষিণেশ্বর (ডিএন ৪৪) বাস রুট নিয়ে এই ঘটনা। ২০০৯ সালে এই ডিএন ৪৪ রুটটি চালু হয়। একসময় মোট ৩৭টি বাস চলাচল করত এই রুটে। কিন্তু প্রায় ১৫টি বাসের পারমিটের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বর্তমানে ২২টি বাস রয়েছে। বাসমালিকদের দাবি, এই অবস্থায় বারাসত থেকে দক্ষিণেশ্বর অর্থাৎ ডিএন ৯ রুটের বাস অবৈধভাবে ডিএন ৪৪ রুটে চলছে। বাসমালিক সংগঠনের সভাপতি তুহিন ঘোষ বলেন, ‘এর ফলে প্রবল আর্থিক সঙ্কটে পড়ছেন আমাদের বাসমালিকরা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাসের শ্রমিকরাও।’ সমস্যার সমাধান না হলে আগামীতে ধর্না ও অবরোধের পথে যাওয়া হবে বলে জানিয়েছে বাসমালিক সংগঠন। এমনকী, প্রয়োজনে এই রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন