
কলকাতা: ফের শহরে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল। পাড়ার শীতলা পুজোর ফুল কিনতে যাওয়ার সময় স্ট্র্যান্ড রোডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক বাইক আরোহী। মৃতের নাম বিমলেশ দাস (২৭)। মানিকতলা এলাকার বাসিন্দা তিনি। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে। তার খোঁজ শুরু করেছে উত্তর বন্দর থানার পুলিস।
পুলিস সূত্রে
খবর, এদিন মানিকতলার সাতকড়ি মিত্র লেনে শীতলা পুজো ছিল। সেই উপলক্ষ্যে
ভোরবেলা পাড়ার এক বন্ধুকে নিয়ে বের হন বিমলেশ। সেই বন্ধুই বাইক
চালাচ্ছিলেন। স্ট্র্যান্ড রোডে একটি পণ্যবাহী গাড়ি ওই বাইকে ধাক্কা মারে।
গাড়িটি দ্রুত গতিতে ছিল না। ধাক্কার জেরে বাইক চালক বাঁদিকে পড়ে যান।
কিন্তু, উল্টোদিকে গাড়ির চাকার সামনে পড়ে যান বিমলেশ। তাঁর উপর দিয়েই লরিটি
চালিয়ে দেন চালক। মাথা থেঁতলে যায় যুবকের।
এরপরেই গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয়রাই উত্তর বন্দর থানা ও জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিসকে খবর দেন। পুলিস এসে দেহটি উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বাইক চালকের বিশেষ আঘাত লাগেনি। ঘটনার জেরে মানিকতলার সাতকড়ি মিত্র লেন শোকস্তব্ধ।
এলাকাবাসীর দাবি, ছেলেটা খুব পরোপকারী ছিল। বিট্টু নামে ওই পাড়ার এক যুবকের কথায়, ‘এদিন ওর বেরনোরই কথা ছিল না। কিন্তু, একজন পুজোর ফুল আনতে যাওয়ার প্ল্যান শেষ মুহূর্তে বাতিল করায় বিমলেশ যায়। জগন্নাথ ঘাট থেকে ফুল আনার কথা ছিল। কিন্তু, সেই ফুল আর মায়ের কাছে এসে পৌঁছলই না।
এইভাবে যে বিমলেশ আমাদের ছেড়ে চলে যাবে। আমরা কেউই তা ভাবিনি।’ লালবাজার জানিয়েছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পণ্যবাহী গাড়িটিকে ইতিমধ্যেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার মালিকের মাধ্যমে চালককে থানায় ডাকা হয়েছে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হতে পারে বলে পুলিস সূত্রের খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন