
চুঁচুড়া: রবিবারের পর মঙ্গলবারও ফোন করে পাকিস্তানের হাতে বন্দি বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে ওই জওয়ানের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তিনি রজনীদেবীকে তাঁর স্বামীর সুরক্ষার প্রসঙ্গে আশ্বাস দিয়েছেন।
রজনীদেবী এদিন মুখ্যমন্ত্রীকে জানান, তিনি একবার দিল্লি যেতে চান। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব নাকচ করেছেন। তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে রজনীদেবী বলেন, ‘দিদির ভালোবাসা সারাজীবন মনে থাকবে। আমি দিল্লি যেতে চেয়েছিলাম। উনি বললেন, আমরা সবরকমের চেষ্টা করছি। তোমার শরীর ঠিক নেই। এখন যেও না। ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে।’
প্রায় ২৩দিন আগে পাঠানকোট সীমান্ত থেকে হুগলির রিষড়ার বাসিন্দা তথা বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে পাকিস্তানের সেনা বন্দি করেছিল। সেই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী রবিবার তাঁর স্ত্রীর সঙ্গে দু’দফায় কথা বলেন। সবরকম সাহায্যের আশ্বাস দেন। এদিন ফের তিনি ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এদিনও দু’বার রিষড়ার সাউ ভিলায় গিয়েছিলেন বিজয়বাবু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন