
নয়াদিল্লি: যুদ্ধবিরতি কেন? কেনই বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে অতিসক্রিয়তা দেখালেন? কেন আগ বাড়িয়ে ঘোষণা করে দিলেন যে, তিনি মধ্যস্থতা করেছেন এবং আর যুদ্ধ হবে না? এই নিয়েই সুর চড়াচ্ছে কংগ্রেস। লাগাতার প্রশ্ন করছে মোদি সরকারকে, কী গোপন করা হচ্ছে? এবং কেন?
এক-আধদিন নয়, ৪৮ ঘণ্টার মধ্যে তিনবার ভারত-পাক সংঘাত নিয়ে মুখ
খুলেছেন ট্রাম্প। ভারতের পক্ষে একের পর এক অস্বস্তিকর দাবি করেছেন। কখনও
বলেছেন, যুদ্ধবিরতি করিয়ে দিয়েছি। এবার কাশ্মীর সমস্যা সমাধান করব। আবার
কখনও বলেন, বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েই ভারত ও পাকিস্তান উভয়
পক্ষকেই যুদ্ধবিরতিতে রাজি করিয়েছি। কোনও মন্তব্যই ভারতের সার্বভৌমত্ব এবং
কূটনৈতিক অবস্থানের নিরিখে ভালো খবর নয়। সর্বোপরি এরকম দাবি ট্রাম্প করছেন
কীভাবে? কেনই বা ভারত সরকার এ নিয়ে নীরব? এসব প্রশ্ন তুলে মঙ্গলবারও
কংগ্রেস তোপ দেগেছে। কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প
এসব কথা বলার পর ভারত সরকার নীরবে হজম করছে কেন? প্রধানমন্ত্রী পাকিস্তানকে
হুমকি দিয়ে এবং স্পষ্ট সতর্ক করে যথেষ্ট কঠোরভাবে বিবৃতি দিয়েছেন।
কিন্তু ট্রাম্প কি সত্যিই মধ্যস্থতা করিয়েছেন? এই প্রশ্নের উত্তর পাওয়া
যাচ্ছে না। এমনকী আমরা যখন ভাবছি পাকিস্তানকে এবার চরম শিক্ষা দেওয়া হবে,
তখনই যুদ্ধবিরতি হয়ে গেল। কেন? যুদ্ধবিরতির কারণ কী? দেশবাসীকে কি কিছু
গোপন করা হচ্ছে? আড়ালে কিছু একটা কি রয়ে যাচ্ছে? সেটা কী?’
অশোক
গেহলটের এই তোপ থেকেই স্পষ্ট যে, কংগ্রেস এই ইস্যুতে সরকারকে চেপে ধরার
অবস্থান নিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি কেন হল এবং কেনই বা ট্রাম্প মধ্যস্থতা
করলেন, এই দুই প্রশ্ন কংগ্রেস লাগাতার করে যাবে বলে স্থির করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন