
চুঁচুড়া: পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হুগলির জওয়ান পূর্ণম সাউ। তাঁর খোঁজ কে দেবে? এই দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন জওয়ানের স্ত্রী রজনী সাউ। সোমবার তিনি বলেন, ২১ দিন হয়ে গেল, আমার স্বামী বিদেশিদের কাছে বন্দি রয়েছেন।
প্রধানমন্ত্রী ‘অপারেশন সিন্দুর’ করলেন, এবার আমার সিঁদুর রক্ষার দায়িত্ব তাঁকে নিতে হবে। ২১ দিন ধরে স্বামীর কোনও খবর পাচ্ছি না। বারবারই বলা হচ্ছে যে, তিনি ফেরত আসবেন। কিন্তু, কবে আসবেন, বুঝতে পারছি না। আমি একজন জওয়ানের স্ত্রী। আমি কি অপারেশন সিন্দুরের বাইরে? রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রজনী সাউয়ের সঙ্গে কথা বলেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু’দফায় বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন