
জলপাইগুড়ি ও সংবাদদাতা, হলদিবাড়ি: আচমকা ধরা পড়ল রেললাইনে ফাটল। এক রাজমিস্ত্রির তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দার্জিলিং মেল। এদিন আরপিএফের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃতও করা হয়। সোমবার সকালে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ও কাশিয়াবাড়ি স্টেশনের মাঝে। রেললাইনে ফাটলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান রেল এবং আরপিএফ কর্তারা। ফাটল দ্রুত মেরামত করা হয়। এরপর গতি নিয়ন্ত্রণ করে ওই এলাকা পার করানো হয় দার্জিলিং মেলকে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, এদিন সকাল সওয়া ৮টা নাগাদ লাইনে ফাটল ধরা পড়ে। সেটি দ্রুত মেরামত করা হয়েছে। যেখানে ফাটল দেখা দিয়েছিল, সেখান দিয়ে গতি নিয়ন্ত্রণ করে দার্জিলিং মেল চালানো হচ্ছে। এদিন সকালে রেললাইন ধরে হাঁটার সময় দীপু রায় নামে এক রাজমিস্ত্রির নজরে পড়ে—২৫/৭ ও ২৫/৮ পিলারের মাঝে রেললাইনে ফাটল। বিষয়টির গুরুত্ব বুঝে প্রতিবেশী সরকারি কর্মী অভিজিৎ রায়কে তিনি ডাকেন। অভিজিৎ রেলের টোল ফ্রি নম্বরে তৎক্ষণাৎ ফোন করে বিষয়টি জানান। দ্রুত সেখানে পৌঁছে যান আরপিএফ ও রেল কর্মীরা।
রেলের কর্মীরা ওই ফাটল দ্রুত মেরামত করেন। যে-সময় লাইনে ফাটল ধরা পড়ে, তার কিছুক্ষণ পরই সেখান দিয়ে পাস করার কথা ছিল শিয়ালদহ থেকে আসা হলদিবাড়িগামী দার্জিলিং মেল। সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাই ছিল। এত বড় বিপদ রুখে দেওয়ার জন্য রাজমিস্ত্রি দীপুকে সকলে ধন্যবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে দীপু রায় বলেন, ‘রেল দুর্ঘটনা রুখতে পেরে খুবই ভালো লাগছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন