সিকিমে ৭৫ কিমি নতুন রেলপথের জমি সার্ভে, অনুমোদন রেলমন্ত্রকের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১১ মে, ২০২৫

সিকিমে ৭৫ কিমি নতুন রেলপথের জমি সার্ভে, অনুমোদন রেলমন্ত্রকের

সিকিমে ৭৫ কিমি নতুন রেলপথের জমি সার্ভে, অনুমোদন রেলমন্ত্রকের

 

শিলিগুড়ি: সিকিমে ৭৫ কিমি নতুন রেলপথের জমি সার্ভের অনুমোদন দিল রেলমন্ত্রক। মল্লি থেকে ডেন্টাম ভায়া জোরথাং এবং লেগশিপ পর্যন্ত এই রেলপথের জমি সার্ভে করে জায়গা চূড়ান্ত করার কাজ হবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তত্ত্বাবধানে। এজন্য  আনুমানিক ২ কোটি ২৫ লক্ষ  টাকা খরচের অনুমোদন মিলেছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। 


তিনি বলেন, সিকিমের সাংসদ  ডঃ ইন্দ্র হ্যাং সুব্বার প্রস্তাবে এই জমি জরিপের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই রেলপথ হয়ে গেলে  সিকিমের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে রেল সংযোগ সম্প্রসারণ হবে। কপিঞ্জল কিশোর শর্মা বলেন, প্রস্তাবিত এই রেলপথের লক্ষ্য হল, একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত ব্যবধান পূরণ করা। এতে চিওয়াভাঞ্জিয়াং-এ ভারত-নেপাল সীমান্তের পাশে অবস্থিত ডেন্টামের মতো দূরবর্তী শহরগুলিকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।


এক প্রশ্নের উত্তরে কপিঞ্জল কিশোর শর্মা বলেন, এই নতুন রেলপথ  নির্মীয়মান সেভক -রংপো রেলপথের সম্প্রসারণ হিসেবে পরিকল্পনা করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে যা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। মল্লি দক্ষিণ ও পশ্চিম সিকিমের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সেভক- রংপো রেলপথের প্রস্তাবিত সম্প্রসারণের একটি সংযোগস্থল হবে। এর ফলে এই অঞ্চলের পরিবহণ ব্যবস্থা উন্নতি হবে। 


বিশেষ করে গিয়ালশিং এবং আশেপাশের অঞ্চলে অর্থনৈতিক উন্নতির জন্য অনুঘটক হিসেবে কাজ করবে বলে আশা রেলের। পর্যটনের প্রসার হবে, বাণিজ্য বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। কপিঞ্জল কিশোর শর্মা বলেন, এই রেল সংযোগটি  সম্পন্ন হলে, সিকিমে পণ্য ও যাত্রীদের ভ্রমণ সহজতর হয়ে উঠবে, যা পশ্চিম সিকিমের জনগণের জন্য একটি রূপান্তরকারী জীবনরেখা হিসেবে কাজ করবে। জরিপ সম্পাদনের সঙ্গে সম্পর্কিত কাজের দরপত্র শীঘ্রই প্রকাশিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...