
গুয়াহাটি: মায়ের প্রেমিকের হাতে খুন হল ১০ বছরের বালক। রবিবার অসমের গুয়াহাটিতে ঝোপের মধ্যে উদ্ধার হয় একটি স্যুটকেস। সেটি খুলতেই বেরিয়ে আসে ওই নাবালকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গত শনিবার থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন নাবালকের মা। তাঁর দাবি, ছেলে টিউশন পড়তে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। তদন্তে নেমে পুলিস জানতে পারে, নাবালকের মা স্বামীর সঙ্গে থাকেন না। জিতুমণি হালোই নামক এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এরপর পুলিস জিজ্ঞাসাবাদ করে জিতুমণিকে। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেপ্তার করে পুলিস। জানা যায়, মায়ের প্রেমে ‘পথের কাঁটা’ ছিল বালক। সে কারণেই তাকে খুন করে জিতুমণি। তারপর দেহ স্যুটকেস বন্দি করে ঝোপের মধ্যে ফেলে দেয়। জিতুমণির পাশাপাশি নাবালকের মাকেও আটক করেছে পুলিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন