
নয়াদিল্লি: দীর্ঘ ৯ বছরের চেষ্টায় সাফল্য। অবশেষে খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গালওয়াড়িকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রবিবার বিহারের মতিহারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালে নাবা জেল ভেঙে পালিয়েছিল সে। হরবিন্দর সিং সান্ধু সহ বিদেশি খালিস্তানি জঙ্গিদের সঙ্গে তার যোগ ছিল বলে এনআইএ জানিয়েছে। বব্বর খালসা ইন্টারন্যাশনালের সক্রিয় সদস্য গালওয়াড়ি খালিস্তানি জঙ্গিদের লুকিয়ে থাকার কাজে সাহায্য করত। সেইসঙ্গে ধরপাকড়ের হাত থেকে বাঁচাতে জঙ্গিদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও করত। এছাড়া নেপালের মতো প্রতিবেশী দেশে আত্মগোপনকারী জঙ্গিদের আর্থিক সাহায্যও পৌঁছে দিত। ২০১৬ সালে জেল ভেঙে পালানোর পর রিন্ডার মতো খালিস্তানি জঙ্গির সঙ্গে সে যোগাযোগ রেখে চলছিল। এছাড়াও তার সঙ্গে যোগাযোগ ছিল বিকেআই, খালিস্তান লিবারেশন ফোর্স (কেএলএফ),আইএসওয়াইএফের মতো খালিস্তানি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে। এই সংগঠনগুলির মধ্যে সমন্বয় বেড়ে যাচ্ছে দেখে ২০২২ সালের আগস্টে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করে এনআইএ। সেই মামলার তদন্তে নেমেই গালওয়াড়ির হদিশ পাওয়া যায়। তাঁর মথার দাম ঘোষণা করা হয় ১০ লক্ষ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন