চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা আত্মসাত্, ধৃত গ্রুপ-ডি কর্মী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা আত্মসাত্, ধৃত গ্রুপ-ডি কর্মী

চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা আত্মসাত্, ধৃত গ্রুপ-ডি কর্মী

ইসলামপুর: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ে ধৃত ইসলামপুর এসডিও অফিসের এক গ্রুপ-ডি কর্মী। শনিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত সাজিদ আলম ইসলামপুরের মীরবস্তি ধনতলা এলাকার বাসিন্দা। সে এসডিও অফিসের গ্রুপ-ডি পদে রয়েছে। ইসলামপুরের ছৌসিয়া এলাকার নাইয়ার আলম নামে এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে ইসলামপুর থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযোগকারীর দাবি, চাকরি দেওয়ার নাম করে তাঁর ও তাঁর আত্মীয়ের কাছ থেকে ১১ লক্ষ টাকা নিয়েছে এসডিও অফিসের কর্মী সাজিদ। শূন্যপদের অর্ডার কপি দেখিয়ে এবং সেই শূন্যপদে চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছে টাকা নিয়েছিল। পরে এসডিও অফিসে খোঁজখবর নিয়ে নাইয়ার জানতে পারেন ওই অর্ডার কপিটি ভুয়ো। এরপরই টাকা ফেরত চান নাইয়ার। কিন্তু নানা অজুহাতে তাঁকে ঘোরাতে শুরু করে সাজিদ। নাইয়ার বলেন, একবছর আগে সাজিদ স্ট্যাম্প পেপারে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, টাকা ফেরত দেওয়ার। কিন্তু তারপরেও দেয়নি। অবশেষে পুলিসের দ্বারস্থ হয়েছি।
এবিষয়ে মহকুমা শাসক প্রিয়া যাদবকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি। ম্যাসেজেরও উত্তর দেননি।
সূত্রের খবর, দু’বছর আগেও অভিযুক্তের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেসমেয় করণদিঘিতে ট্রান্সফার করা হয়। কয়েক মাস পর সাজিদ ফের ইসলামপুরে চলে আসে। বর্তমানে ইলেকশন সেলে কর্মরত সাজিদ। কোটের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, সাজিতকে এদিন কোর্টে তোলা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪০২ ও ৪০৬ ধারায় মামলা রজু হয়েছে। ধৃতকে তিন দিনের পুলিস রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...