
কৃষ্ণনগর: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন গৃহবধূ। তা মেনে নিতে পারেনি প্রেমিক। সে ‘প্রেমিকা’কে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। যে কারণে প্রেমিকার স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ধারালো অস্ত্র দিয়ে আনিজ শেখকে(৫৫) খুন করে। তারপর সে ঘা ঢাকা দেয়। কিন্তু, শেষ রক্ষা হল না। খুনের ঘটনার ১০ দিন পর শুক্রবার শারাফাত শেখকে গ্রেপ্তার করল কালীগঞ্জ থানার পুলিস। সে খুনের কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। ধৃতকে শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক তাকে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল কালীগঞ্জ থানার পলাশী-১ গ্রাম পঞ্চায়েতের
বাথানগাছি এলাকায় আনিজ শেখের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার আগের দিন রাতে
খাবার খেয়ে তিনি জমিতে ঘুমাতে গিয়েছিলেন। সকালে ধানের জমির পাশেই তাঁর
রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথায় ও শরীরের নিম্নাঙ্গে আঘাতের চিহ্ন ছিল। ওই
এলাকায় সম্প্রতি বেশকিছু স্যালো মেশিন চুরি যাচ্ছিল। আনিজ সাহেব মেশিন
পাহারা দিতেই গিয়েছিলেন। তাই মেশিন চুরিতে বাধা পেয়ে কোনও দুষ্কৃতী হয়তো
তাঁকে খুন করেছে বলে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে মনে করছিলেন।
পুলিস
ঘটনার তদন্ত শুরু করতেই বেশকিছু বিষয় সামনে আসে। তার মধ্যে অন্যতম হল,
আনিজ শেখের স্ত্রীর সঙ্গে শারাফাতের বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি।
পুলিস জানতে পারে, ওই দু’জনের সম্পর্কের বিষয়টি আনিজ সাহেব জানতে পারার পর
থেকেই সংসারে অশান্তি লেগে থাকত। তবে স্বামীর কথা মতো ধীরে ধীরে সেই বিবাহ
বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসেন আনিজ সাহেবের স্ত্রী। যদিও সম্পর্ক
ছিন্ন করতে রাজি ছিল না শারাফাত। সে আনিজ সাহেবের স্ত্রীকে প্রাণনাশের
হুমকি দিয়েছিল। এনিয়ে গ্রামে সালিশি সভাও বসেছিল। তারপরেই আনিজ সাহেবকে
খুনের পরিকল্পনা করে শারাফাত। সেইমতো ১৬ এপ্রিল গভীর রাতে ধানের জমির পাশে
আনিস সাহেবকে সে খুন করে বলে পুলিস জানতে পেরেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন