সিউড়িতে পার্টি অফিস দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলে ইটবৃষ্টি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সিউড়িতে পার্টি অফিস দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলে ইটবৃষ্টি

 

সিউড়িতে পার্টি অফিস দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলে ইটবৃষ্টি

সিউড়ি: সিউড়ি-২ ব্লক পার্টি অফিসের দখল ঘিরে শনিবার সকালে রণক্ষেত্রে পরিণত হল পুরন্দরপুর। দু’পক্ষের বাকবিতণ্ডা থেকে শুরু করে ইটবৃষ্টি চলল। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। পুলিস উভয়পক্ষের মোট  আটজনকে গ্রেপ্তার করেছে। একটি আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ, রবিবার ধৃতদের আদালতে তোলা হবে। ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসকদল। জেলা নেতৃত্বের বক্তব্য, এটা অনভিপ্রেত ঘটনা। জেলাস্তরে আলোচনা চলছে। পুলিস সুপার আমনদীপ বলেন, একটি আগ্নেয়াস্ত্র সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
এই ব্লকে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে। ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে সুর চড়ান ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। তিনি নুরুলকে ব্লক সভাপতি হিসেবে মানেন না বলেও জানান। নুরুলকে না জানিয়ে পার্টি অফিসের একটি তালা বদলে দেওয়া হয় বলেও অভিযোগ। ব্লক সভাপতির দাবি, বোলপুরের নির্দেশেই এলাকায় অশান্তি ছড়াতে এসব করা হচ্ছে। এমনকী শুক্রবার রাতে তাঁর ছাগলের ফার্ম ভাঙচুর ও লুট করা হয়েছে বলেও অভিযোগ। বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। যদিও ভিত্তিহীন বলে অভিযোগ উড়িয়ে দেয় বিরোধী গোষ্ঠী। এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। 
এরই মাঝে এদিন ওই পার্টি অফিসে ব্লক কার্যকরী সভাপতির নির্দেশে বৈঠক চলছিল। সেইসময় সভাপতি সেখানে পৌঁছতেই দ্বন্দ্ব চরম আকার নেয়। দু’পক্ষেরই লোকজন তেড়ে আসে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে ওই এলাকা। চলে ইটবৃষ্টি। ইটের ঘায়ে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুই গোষ্ঠী। 
নুরুল ইসলাম বলেন, বোলপুরের নির্দেশেই সমস্তকিছু করা হচ্ছে। আমাদের মধ্যে কোনও বিভাজন ছিল না। গত তিন মাসে এটা তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ে বোলপুরের কাছে মাথা নত না করার ফলে ইচ্ছাকৃতভাবে এলাকা অশান্ত করা হচ্ছে। যদিও পাল্টা অভিযোগের সুর চড়িয়ে ব্লক সভাপতির কাঁধে সমস্ত দোষ চাপিয়ে অশ্বিনী বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িত কিছু মানুষকে নিয়ে নুরুল ইসলাম পার্টি অফিসে ঢুকে ইট-পাটকেল দিয়ে হামলা করেন। শান্ত এলাকায় যদি কিছু হয়ে থাকে তার জন্য দায়ী ব্লক সভাপতি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই বিজেপি নেতৃত্ব তোপ দেগেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...