
কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ, শনিবার নবান্নে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ, জনস্বাস্থ্য কারিগরি, স্বরাষ্ট্র, সেচ, ভূমিসংস্কার, কৃষি, স্বাস্থ্য, শিল্প, ক্ষুদ্র শিল্প, পঞ্চায়েত এবং পুরদপ্তরের পদস্থ কর্তাদের নিয়ে এই বৈঠক করবেন তিনি। বেলা ২.৩০টার এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আর্থিক বছরের শুরু থেকেই কাজের গতি বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করতে চাইছে নবান্ন। নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের কাছে পরিষেবা পৌঁছনোর কাজও সমান গুরুত্ব সহকারে চালিয়ে যাওয়া নিয়ে বার্তা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ক’দিন পরই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সে বিষয়ে দপ্তরগুলির সঙ্গে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন