
নয়াদিল্লি: বাতাসে যুদ্ধ যুদ্ধ গন্ধ! মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। রাস্তায় সাজোঁয়া গাড়ি। এই আবহে উদ্বেগ ছড়িয়েছে পাক সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের মধ্যে। যুদ্ধ বাঁধলে নিজেদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সক্রিয় স্থানীয়রা। মাথা গোঁজার ঠাঁই পেতে, অব্যবহৃত বাঙ্কারগুলিই পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন তাঁরা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নিয়ন্ত্রণরেখা বরাবর স্থানীয়দের সুরক্ষা দিতে এই বাঙ্কারগুলি তৈরি করে নরেন্দ্র মোদি সরকার। সাধারণ মানুষ অবশ্য এগুলিকে ‘মোদি বাঙ্কার’ বলেই ডেকে থাকেন। পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর সীমান্তে উত্তেজনা বেড়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরুর জল্পনার মধ্যে সেই বাঙ্কারগুলিতে বিছানা, কোম্বল নিয়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা। এক আধিকারিক জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে জম্মুতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর (আইবি) মাটির নীচে প্রায় ৮ হাজার বাঙ্কার তৈরি করা হয়। জম্মু, সাম্বা, পুঞ্চ, কাঠুয়া এবং রাজৌরি জেলার জন্য প্রাথমিকভাবে ১৪ হাজার ৪৬০টি বাঙ্কার তৈরির অনুমোদন দেয় কেন্দ্র। পরে আরও ৪ হাজার বাঙ্কারের অনুমোদন দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন