সিআরপিএফ ক্যাম্পের কাছে গুলি মণিপুরে: দুই পুলিসকর্মী সহ ধৃত ৩ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সিআরপিএফ ক্যাম্পের কাছে গুলি মণিপুরে: দুই পুলিসকর্মী সহ ধৃত ৩


সিআরপিএফ ক্যাম্পের কাছে গুলি মণিপুরে: দুই পুলিসকর্মী সহ ধৃত ৩

 ইম্ফল: মণিপুরের হিংসার ঘটনা যেন থামতেই চাইছে না। এরইমধ্যে চুড়াচাঁদপুর জেলায় সিআরপিএফ ক্যাম্পের কাছে গুলিবর্ষণের ঘটনায় দুই পুলিস কনস্টেবলসহ গ্রেপ্তার তিনজন। শনিবার এক সরকারি বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মণিপুরের চূড়াচাঁদপুর জেলার পুরাতন ডিসি গেস্ট হাউস এবং মেডিকেল কলেজ সংলগ্ন সিআরপিএফ ক্যাম্পের সামনে একটি সাদা গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। পাল্টা ক্যাম্পে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরাও শূন্যে এক রাউন্ড গুলি ছূড়েছিলেন। গুলি চালানোর পর গাড়িটি ঘটনাস্থল ছাড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং স্থানীয় গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে গাড়িটিকে শনাক্ত করে। পুলিস অভিযানে নেমে প্রথমে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করে দুই পুলিস কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার জেরে গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।  কী কারণে  গুলি চালানো হয়েছিল, তা জানতে তদন্ত চলছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...